মো. জাফর মিয়াঃ ভবানীপুর এলাকায় খান ব্রাদার্স গ্রুপের প্রভাবশালী ব্যক্তি বন্দোবস্ত দেওয়া খাস জমি দখলের পায়তারার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজরিয়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দাখিল করেছে ৩ গ্রামে বাসিন্দারা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে।
এ সময় উপজেলার রসুলপুর এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড্যাভোকেট মৃনাল কান্তি দাসের কাছে দখল পায়তারার ঘটনাটি অবগত করেন ভবানীপুর, নতুনচর ও চরবলাকী নামের ৩টি গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ।
গ্রামবাসী অভিযোগ করে জানান, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর, নতুনচর ও চরবলাকী গ্রামের ভবানীপুর মৌজায় ৫৬ বিঘা সরকারি খাস সম্পত্তি গ্রামবাসীর নামে বন্দোবস্ত দেয় সরকার। বর্তমানে এ বন্দোবস্ত দেওয়া এ সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে খান ব্রাদার্স গ্রুপের প্রভাবশালী এক ব্যক্তি। এর প্রেক্ষিতে ওই প্রভাবশালী ব্যক্তি গ্রামবাসীকে নানা ভাবে হয়রানি করছে।