মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীক প্রার্থী সহ অপর ৫ স্বতন্ত্র প্রার্থী মিলে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তালেব জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
প্রার্থীদের মাঝে সরকার দলীয় নৌকা প্রতীক প্রার্থী হিসেবে মোঃ মনিরুল হক মিঠু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক দুইবারের চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু,হাজী মোঃ আক্তার, মোঃ কামাল সরকার, মোঃ রাসেল সরকার ও মমিন আলী।
জানা যায়, আগামী ১২ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য রয়েছে।
গত ২৮ সেপ্টম্বর ২০১৯ নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক মজনুর অকাল মৃত্যুতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মনোনয়নপত্র জমা দান শেষে সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার দলীয় নৌকা প্রার্থী মোঃ মমিনুল হক মিঠু জানান, হোসেন্দীবাসী ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে জনগনের কল্যানে এবং মাদক নিয়োন্ত্রনে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবেন। একই অঙ্গিকার প্রকাশ করেছেন অন্য প্রার্থীরাও।