মুন্সিগঞ্জ ১০ ডিসেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
গজারিয়া হানাদার মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ১০ ডিসেম্বর। গজারিয়ার বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে গজারিয়ায় হানাদার বাহিনী পরাজিত হয়।
সূর্য সন্তানদের প্রতিরোধ আর প্রবল আক্রমণে পাক হায়েনারা রাতের আঁধারে পালিয়ে প্রাণ রক্ষা করে। শত্রুমুক্ত হয় গজারিয়ার মাটি।
ভোর হতে হতেই হানাদারদের পরাজয়ের খবর এ এলাকার সর্বত্র ছড়িয়ে পড়লে মুক্তির উল্লাসে আনন্দ ভরা কণ্ঠে জয়বাংলা ধ্বনি আর হাতে প্রিয় স্বদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে সবাই।
রক্তঝরা দিনগুলোতে দেশের অন্যান্য জেলার মতো মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার সর্বস্তরের মানুষও গর্জে উঠেছিল দেশকে মুক্ত করার লক্ষে।
আর এ কারণে মুক্তি বাহিনীর মাটি হিসেবে পাক সেনাদের প্রখর দৃষ্টি ছিল এ জেলার উপর।
প্রতিবারের মতো হানাদার মুক্ত দিবস উপলক্ষে গজারিয়ায় মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
উপজেলা প্রশাসন র্যালী ও আলোচনা সভা আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজি টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (আখি) প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।