২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৩১
গজারিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সোলায়মান দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা আয়োমীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবুতালেব মেম্বার, যুগ্ম-সাধারন সম্পাদক খোকন চৌধরী, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লা শফি, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরুজ আহম্মেদ, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যার মনছুর আহম্মেদ খানাঁ (জিন্না),উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃআমিরুল ইসলাম, নাজমুল মেম্বার, গজারিয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান সাগর,আওয়ামীলীগ নেতা মোঃ শাহ্-আলম,আওয়ামীলীগ নেতা মমিনুর রহমান ও নাজমুল হোসেন,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল্-আমিন প্রধান প্রমুখ।

বর্ধিত সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠন, গজারিয়া উজেলার আইন শৃঙ্খলা বিষয়, গজারিয়া উজেলার পরিবেশ বিপর্যয়ের উপর আলোচনা করা হয়।

থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন গজারিয়া উজেলার পরিবেশ দূষন মুক্ত রাখার জন্য প্রয়োজনে আওয়ামীলীগের পক্ষ থেকে আন্দোলন করা হবে। গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্ধ কৃত খাস ভুমি এক শ্রেণীর শিল্প মালিকরা ক্রয় করে বরাদ্ধ কৃত ভ’মি থেকে বীর মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করেছে এই বিষয়ে প্রয়োজনিয় ব্যবস্থানেয়ার আহব্বান করেন তিনি।

error: দুঃখিত!