গজারিয়ার মেঘনা নদী থেকে বৃহস্পতিবার ভোর সকালে এক কোটি মিটার কারেন্ট জাল ও বহন কারী ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিসসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
কোস্ট গার্ডের পেটি অফিসার লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার ভোর সকালে ৫ টার সময় মেঘনা নদীতে গজারিয়া ঘাটের কাছে ইঞ্জিনচালিত নৌকা থেকে এক কোটি মিটার কারেন্ট জাল জব্দ করে গজারিয়া ক্যাম্প কোষ্ট গার্ড। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়েছে।