মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে গজারিয়া কোস্ট গার্ড।
এ ঘটনায় ট্রলারের চালক সহ ট্রলারে থাকা ৩ জনকে আটক করা হয়েছে।
গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫ টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের চর কিশোরগঞ্জ মোহনায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ৫৮ টি বস্তায় থাকা প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে।
এ সময় ট্রলারের চালক সহ ট্রলারে থাকা ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,আলমগীর মিয়া(৬০), শুক্কুর আহমেদ (২৬), আলমগীর হোসেন(২৫)।
ট্রলারটি মুন্সীগঞ্জ থেকে বরিশাল হিজলার উদ্দেশ্যে যাচ্ছিল।
দুপুরে মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিসার ড.ওলিউর রহমান,গজারিয়া উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি আক্কাস আলী মোল্লা ও উপজেলার নির্বাহী অফিসের অফিস সহকারী মোঃ সুলতান আহমেদের উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে দেওয়া হয়।
পরে আটক ৩ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস ।