২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:০০
গজারিয়ায় মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৪
খবরটি শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আজ সকাল সাড়ে ৭ টার সময় ট্রাক-প্রাইভেট কারের মুখামুখি সংঘর্ষে ১ জন নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মোঃ কামরুজ্জামান রাজ জানান, সকাল সাড়ে ৭ টার সময় বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ট-১৮-৫১৬৫) ট্রাকের সাথের বিপরীত মুখি (ঢাকা মেট্রো-খ-১৩-০৫৮৬) প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারের চালকসহ ৫ জন যাত্রী আহত হয়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাইভেট কার চালক রাকিবুল মোল্লা(২৮)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চালক রাকিবুল মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গৌড়ী পদ্মভিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। বাকী চারজন আক্তার হোসেন (৫৫), কামরুন নাহার(৪৪), মাইশা সামিয়া রীতি (১৮) ও সুদক্ষিণা(১২) কে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে তবে ট্রাকের চালককে আটক করা যায়নি।

error: দুঃখিত!