২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৫৮
গজারিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে,পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনার আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে নারীসহ ৩ জন ।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকালে নিহত বিল্লাল হোসেনের(৫০) স্ত্রীর সাথে ছোট ভাই মুকবুল হোসেনের(৪৫) স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ছোট ভাই মুববুল হোসেনের আঘাতে বড় ভাই বিল্লাল হোসেন গুরতরভাবে আহত হয়। গুরতর আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সংঘর্ষে ঘটনায় নিহত বিল্লাল হোসেনের পরিবারের নারীসহ ৩ জন আহত হয় ।

আহতরা হলেন, হোসনে আরা(৪০), সাইদুল ইসলাম(২৬)সহ আরো একজন।

এ ব্যপারে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়েত-উল-ইসলাম ভুইয়া জানান, ঘটনাটি আমার জ্ঞাত হওয়ার পর আমি পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীদের ধরার প্রচেষ্টা চলছে।

error: দুঃখিত!