মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকালে গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান এর ধাক্কায় নিহত হয় ঐ পথচারি।
সে ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল বাশার এর স্ত্রী। তার নাম, নার্গিস আক্তার (৬৫) বলে জানা গেছে।
কাভার্ড ভ্যানটি গজারিয়া হাইওয়ে পুলিশ আটক করেছে। গুরুতর আহত অবস্থায়
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ঐ নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।