২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:০০
গজারিয়ায় একাধিক মামলার আসামী জিয়া গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে গজারিয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী জিয়া (৪০) এক গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টায় দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গ্রেফতারকৃত জিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া গ্রামের মৃত-আছলাম ঢালির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বড় রায় পাড়া গ্রামে জুয়া খেলার স্থান থেকে ওয়ারেন্ট ভুক্ত ডাকাতি ও আলোচিত বালুয়াকান্দি চেয়ারম্যান সামসুদ্দিন হত্যা মামলার আসামী জিয়াকে গজারিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানা তদন্ত (ওসি) হেলাল উদ্দিন জানান, ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামী জিয়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!