মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানসিক বিকাশ ঘটায়, ভাতৃত্ববোধের সৃষ্টি করে এবং মানবিক আচার-আচরণের অনুশীলন ঘটায়।
গতকাল (১২ সেপ্টেম্বর) গজারিয়া পাইলট স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, খাদিজা আক্তার প্রমুখ।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, খেলাধুলা ও সাংষ্কৃতিক চর্চা একদিকে যেমন চিত্ত-মনের পরিশুদ্ধি অর্জনে ভূমিকা পালন করে অন্য দিকে অপরাধ প্রবণতা হ্রাস করে। সুস্বাস্থ্য ও সতেজ মন সুখী-জীবনের দক্ষিণ দুয়ার। সুস্বাস্থ্য ও প্রফুল্ল মনের অধিকারী হতে হলে অবশ্যই ক্রীড়া ও শরীর চর্চার অভ্যাস করতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে জাগরুক রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের ভালবাসতেন। তিনি ক্রীড়াপ্রেমি মানুষ ছিলেন। তরুণ বয়সে নিজে ফুটবল খেলতেন এবং সারাজীবন খেলাধুলা ভালবাসতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করেছে। আর বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব সকলের খেলাধুলার জন্য অনুপ্রেরণা দিতেন। পাশে থাকতেন। তিনিও পরিবারের অন্য সকলের মতোই খেলাধুলাকে পছন্দ করতেন।