১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:০৮
কোপায় মেসির পারফরমেন্স অলসের মত ছিলো
খবরটি শেয়ার করুন:

সদ্য শেষ হলো কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে চিলির কাছে হেরে রানার্স-আপ হতে হয়েছে আর্জেন্টিনাকে। পুরো টুর্নামেন্টে ভালো খেলেও, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হতে না পারাকে মেসির অলসতার কথাই বললেন বর্তমান ফুটবলের জাদুকরের দাদু আন্তোনিও। তার মতে, ‘পুরো টুর্নামেন্টেই নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেনি মেসি। তাকে অনেক বেশি অলস মনে হয়েছে।’
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। সেই দুঃখ এখনো ভুলেনি মেসির দল। তবে কোপার শিরোপা জিতে কিছুটা দুঃখ ভোলার সুযোগ পেয়েছিলো তারা। দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালেও উঠে গিয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হারতে হয় তাদের।
ফাইনালে এভাবে হারের জন্য আর্জেন্টিনাকে নিয়ে অনেক সমালোচনাই করেছেন সমালোচকারীরা। আবার অনেকে সমবেদনাও জানিয়েছেন। কিন্তু পরিবারের প্রিয় মানুষের কাছ থেকেও কঠোর সমালোচনা শুনতে হলো মেসিকে।
টুর্নামেন্টে মেসির অলসতার কারণেই আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি বলে জানালেন দাদু আন্তোনিও, ‘শিরোপা জয়ের দারুন এক সুযোগ ছিলো আর্জেন্টিনার। কিন্তু আসল ম্যাচেই ভালো খেলতে পারেনি মেসি। তাকে পুরো ম্যাচে এমনকি টুর্নামেন্টে বেশ অলস দেখিয়েছে। তাই মেসির অলসতাতে আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি।’
পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল করেছেন মেসি। তবে সতীর্থদের দিয়ে বেশক’টি গোল করিয়েছেন তিনি। মেসির দাদু হয়তো সেগুলো ভুলেই গিয়েছেন।