২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৭:৫৪
কৃষক লীগের উদ্যোগে মুন্সিগঞ্জে বীজ আলু বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কৃষক লীগের উদ্যোগে মুন্সিগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ আলু বিতরণ করা হয়েছে।

বুহস্পতিবার (১২ নভেম্বর) সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র চন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি আবুল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা আক্তার লিপি প্রমুখ।

error: দুঃখিত!