১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৭
কাল ‘মহাসমাবেশ’ ডেকেছেন মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মহাসমাবেশ’ ডেকেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আজ শনিবার (৯ জানুয়ারি) গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

জানা যায়, আগামীকাল রোববার বিকেল ৩ টায় মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট এলাকায় কৃষি ব্যাংক চত্বরের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মুন্সিগঞ্জ শহরে একটি র‌্যালী অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

ধারনা করা হচ্ছে, আসন্ন মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচন নিয়ে তার অনুসারী নেতাকর্মীদের এই মহাসমাবেশ থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন তিনি।

মহাসমাবেশটি সরাসরি সম্প্রচার করবে ‘আমার বিক্রমপুর’।

error: দুঃখিত!