মুন্সিগঞ্জ ১৫ ডিসেম্বর, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামীকাল ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসাবে জেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে নাটক ‘৩৬ জুলাই’।
নাটকটির মূল ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী বুলবুল আহম্মেদ রাজ।
তিনি জানান, প্রায় ১৪ মিনিট ব্যপ্তিকালের এই মঞ্চ নাটকে অভিনয় করেছেন ২৮ জন। নাটকটিতে সারা বাংলাদেশসহ গত ৪ আগস্ট মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হয়েছে।
বুলবুল আহম্মেদ রাজ জানান, নাটকে আলোচিত রংপুরের শহীদ আবু সাঈদের চরিত্রে অভিনয় করেছেন নোমান আল মাহমুদ ও মীর মুগ্ধ’র চরিত্রে দেখা যাবে আহমেদ পিয়াসকে। এছাড়া মুন্সিগঞ্জে নিহত হওয়া রিয়াজুল ফরাজীর চরিত্রে অভিনয় করেছেন সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার। উল্লেখযোগ্য আরও একাধিক চরিত্রে অভিনয় করেছেন নারী শিক্ষার্থীরা।
এছাড়া নাটকটির কোরিওগ্রাফি করেছেন আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান অরিন ও পোষাকের ডিজাইন করেছেন একই প্রতিষ্ঠানের মারিয়াম ইসলাম লিয়ানা।