৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
কাল দুপুরে মুন্সিগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দিবেন মামুনুল হক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন জনপ্রিয় বক্তা মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

গতকাল রাতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির মুফতি নূর হোসাইন নূরানী।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী পথ সভাটি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। প্রধান বক্তা থাকবেন সংগঠনটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক মুফতি ওয়ালি উল্লাহ হাসান ওই কর্মসূচির সভাপতিত্ব করবেন।

error: দুঃখিত!