মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘিরে মুন্সিগঞ্জে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার লোক বাসে করে এই কর্মসূচিতে অংশ নেবে। এতে পুরুষের পাশাপাশি পৃথকভাবে নারীরাও অংশ নিবে। এছাড়া জেলার নাগরিক কমিটির দায়িত্বপ্রাপ্ত ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও কর্মসূচিতে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ঢাকার কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যেই বিভিন্ন ব্যানার-ফেস্টুন তৈরি করা হয়েছে। যাতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ব্যবহৃত বিভিন্ন স্লোগান ও জনপ্রিয় গ্রাফিতি রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহীম নিরব জানান, কালকের কর্মসূচিতে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কর্মসূচিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেয়া সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় স্টেপ নিবে।’