মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জিআর কর্মসূচির তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত (জিআর) চাল, ডাল ও সাবান ইউনিয়নের বাছাইকৃত ১২২টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হয়।
এছাড়াও এই কর্মসূচির আওতায় বাছাই করে ৫০টি পরিবারকে ৫০০ গ্রাম করে শিশুদের খাবার গুড় দুধ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদা আলাদাভাবে ওয়ার্ড ভিত্তিক এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবদুল বাকী, কুকুটিয়া ইউপি সচিব মো. ইদ্রীস আলী, ওয়ার্ড সদস্য ইউনুছ খান, মো. সোলাইমান খান, মোকশেদুর রহমান মোকশেদ, আব্দুল কাইয়ুম মিন্টু, বাবুল চৌধুরী রতন কান্তি, নজরুল ইসলাম শেখ, আনজাম মাসুদ লিটন, সুলতান বেপারী, রাসেদ শেখ, মহিলা সদস্য জাকিয়া সুলতানা রুজী, রেখা বেগম প্রমুখ।