মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা পরিস্থিতিতে মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সাময়িক কর্মহীন কলকারখানার শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা।
শনিবার (৯ মে) রামপাল ইউনিয়নের হাতিমাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক সহযোগিতায় শ্রমিকদের এই খাদ্য সহায়তা তুলে দেন জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, লিটন পাঠান।