মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনা পরিস্থিতিতে ঘরবন্দি পরিবারের শিশু, রিকশা চালক ও পুষ্টিহীনতায় ভোগা মানুষের মাঝে গরুর দুধ বিতরণ করেছে যুব রেডক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট এর সদস্যরা।
শনিবার (৯ মে) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন যুব রেডক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট এর দলনেতা এস.এম. রফিকুল ইসলাম রাব্বি।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুব রেডক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট এর সদস্য সুমাইয়া ইসলাম এলিজা, অনিক চন্দ্র মন্ডল, অন্তর রায়, খালেদ বিন আনসারী ওয়াসী, মোঃ ইহসান।