মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা পরিস্থিতিতে পরা মুন্সিগঞ্জের দরিদ্র-কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বকুলতলা এইচ এ কে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা (এসএসসি ব্যাচ-২০১১)।
সোমবার (২০ এপ্রিল) সদর উপজেলার আধারা ইউনিয়নের ১৫ টি গ্রামের ২৫০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল- ১০ কেজি, তেল ২ কেজি,মসুর ডাল- ১ কেজি, ছোলা বুট ১ কেজি, লবণ- ১ কেজি।
আয়োজকরা বলেন, আমরা ভবিষ্যতে এইভাবে অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকতে চাই।