২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২৯
করোনা: মুন্সিগঞ্জে ২০০ পরিবারের মাঝে ছাত্রলীগ সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ দুই শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে মুন্সিরহাট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্নআয়ের মানুষ। তাই তাদের বাড়ি বাড়ি ছাত্রলীগের নেতা-কর্মীরা খাদ্যসামগ্রী বিতরণ করেছে। পর্যায়ক্রমে আরও অসহায়-দুস্থদের মধ্যে খাবার সামগ্রী দেয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিরহাট বাজার কমিটির সভাপতি হাজী তৈয়ব আলী মৃধা, সাবেক সাধারণ সম্পাদক সরফরাজ মৃধা, রনি মেম্বার, হানিফ মেম্বার প্রমুখ।

error: দুঃখিত!