১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৬
করোনা: মুন্সিগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় ২ প্রবাসীকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় মুন্সিগঞ্জের দুই প্রবাসীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা পাসপোর্ট অফিসে এই অভিযান পরিচালিত হয়।

দুই প্রবাসী হলো- সিঙ্গাপুর ফেরত দীপক বর্মনকে (১৯) পাচ হাজার টাকা ও সংযুক্ত আরব আমিরাত ফেরত মোঃ করিমকে ১০ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানান, কয়েকদিন আগে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত ফেরত দুই প্রবাসি কোয়ারেন্টাইন ভঙ্গ করে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে আসে। পাসপোর্ট অফিসার জেলা প্রশাসনকে অবিহিত করলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সিঙ্গাপুর ফেরত দীপক বর্মনকে পাচ হাজার টাকা ও সংযুক্ত আরব আমিরাত ফেরত মোঃ করিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

error: দুঃখিত!