২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:০৭
করোনা: মুন্সিগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীর পিতার ১ মাসের জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হোম কোয়ারেন্টাইন এর নিয়ম না মানায় মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার সুতারপাড়া গ্রামের সিঙ্গাপুর ফেরৎ প্রবাসী তাপস বর্মণ (২১) এর পিতা রঘুনাথ বর্মণ (৪৮) কে এক মাসের জেল দেয়া হয়।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহাম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন বণিক ও মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাহ্ উদ্দিন।

মুন্সিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত গাজী সালাহ্ উদ্দিন ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘সরকারি কাজে বাধাদান ও তথ্য গোপন করায় ভ্রাম্যমান আদালতে তাকে এই সাজা দেয়া হয়।’

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘সিঙ্গাপুর ফেরৎ প্রবাসী তাপস বর্মণ (২১) সরকারি নির্দেশনা না মেনে ঘুড়ে বেড়াচ্ছেন এমন খবর পেয়ে সেখানে খোজ নিতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি। এসময় খোজ নিয়ে জানা যায় তার বাবা তাকে নারায়ণগঞ্জে পাঠিয়ে দিয়েছেন। এরপর তার বিস্তারিত তথ্য জানাতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করলেও তার বাবা রঘুনাথ বর্মণ (৪৮) নেতিবাচক আচরণ করেন। এরপর ভ্রাম্যমান আদালতে তাকে ১ মাসের জেল দেয়া হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু বিভিন্ন স্থানে বিদেশফেরত প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

error: দুঃখিত!