২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:০১
করোনা: মুন্সিগঞ্জে নতুন ২৭, সর্বমোট ২৭২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ২৭ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৭২ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১১ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- সোমবার, ১১ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১১৭
গজারিয়া২১
টংগিবাড়ী১৪
লৌহজং৩২
সিরাজদিখান৫০
শ্রীনগর৩৮
সর্বমোট- ২৭২সর্বমোট-১১সর্বমোট- ১৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১১ মে) ১৬৮৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৬২ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৭২, মৃত ১১, সুস্থ ১৪ জন। রেজাল্ট এখনো বাকি আছে ৩২৩ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।