মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)
করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করেছে টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু মাঝি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় রিকশাচালকসহ দিন মজুরদের মাঝে এসব বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় দুই কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান দেওয়া হয় প্রতিজনকে।
এ সময় উপস্থিত ছিলেন, টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহসান কবির হালদার, উপজেলা ছাত্রলীগ নেতা নাফিজ মাঝি, রিদয় মাঝি, মোঃ রামীম, জাহিদ শেখ, সিয়াম মোল্লা, শান্ত মোল্লা, আরাফাত ইমন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ কর্মীরা।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু মাঝি বলেন, ‘এমন অবস্থায় দলমত নির্বিশেষে প্রত্যেকের উচিৎ অসহায় মানুষদের পাশে থাকা। আমি সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এগিয়ে এসেছি। সমাজের বিত্তবাননদের প্রতি আমার আহবান থাকবে তারাও যাতে এগিয়ে আসে।’