মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প হাঁসাড়া আশ্রয়ণের ৬০টি পরিবার ঘরে বসেই বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার ও হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন প্রতিটি পরিবারে এই খাদ্য সামগ্রী পৌছে দেন।
জনসচেতনতায় এসময় উপজেলা নির্বাহী অফিসার করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপকারভোগীদের নিজ ঘর থেকে বের না হওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন।
এই কর্মসূচিতে সহযোগীতা করেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন।
ইউএনও খাদ্য সামগ্রী বিতরণের সময় সরকারের পাশাপাশি নিম্ন আয়ের কর্মহীন, দুঃস্থ-অসহায় মানুষের সহযোগীতায় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু-রেজওয়ান ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ।