মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা পরিস্থিতিতে সাময়িক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন সমাজসেবক পারভেজ বেপারী।
শনিবার (৯ মে) মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দশকানি-কাশিপুর এলাকার ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজসেবক ও সাংবাদিক পারভেজ বেপারী।
পারভেজ বেপারী বলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী তাসলিমা কুইন এর অনুপ্রেরণায় আমি সামান্য চেষ্টা করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সাব ইন্সপেক্টর হেলালউদ্দিন ও আইনুল হক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার মোল্লা, যুবলীগ নেতা শামীম বেপারী, আওয়ামী লীগ নেতা, দুলাল শেখ, গিয়াস দেওয়ান, কালাম দেওয়ান, রনি শেখ প্রমুখ।