মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট বিরুপ পরিস্থিতির স্বীকার হয়ে সাময়িকভাবে কর্মহীন প্রায় ৩০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।
এরই অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) সদরের পঞ্চসারের চাম্পাতলা এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
জানা যায়, কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা/ভ্যানচালক, পরিবহনশ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু সহ তালাক/বিধবা নারীদের মধ্যে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ১ এপ্রিল বজ্রযোগিনীর রামশিংয়ে ৬০০, ২ এপ্রিল মিরকাদিমে ৩০০, কালিবাড়িতে ৩০০ হিন্দু পরিবারের মধ্যে, ৩ এপ্রিল শিলই ইউনিয়নে ২০০ ও বজ্রযোগিনীর আটপাড়া এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল জানান, ‘দেশব্যাপী এই দুর্যোগে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে সাধারণ মানুষের কল্যাণে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
‘তিনি আরও বলেন, ‘যতদিন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলবে।’