২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১০
করোনা: দ্রব্যমুল্যের দাম বেশী রাখায় মুন্সিগঞ্জে দুটি দোকানে জরিমানা (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক কে কেন্দ্র করে মুন্সিগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশী রাখার কারনে দুটি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ শহর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন।

অভিযানকালে বেশী দামে চাল বিক্রির অপরাধে বিপাশা স্টোরকে নগদ ৫ হাজার টাকা জরিমান করা হয়।

অন্যদিকে বেশী দামে মুরগি বিক্রির অভিযোগে মদিনা পোল্ট্রি হাউজকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদারসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত বাজারের প্রতিটা দোকানিকে হুশিয়ারী উচ্চারন করে বলেন, একজন ক্রেতার নিকট অতিরিক্ত পন্য বিক্রি এবং নিত্য পন্যের দাম বেশী রাখলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!