মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জেলা পরিষদ সদস্য আনিসুর রহমানের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতিতে কর্মহীন ১২৫টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে এলাকায় এসব চাল বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে দুঃস্থ পরিবারগুলোর হাতে চাল তুলে দেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ হাসিনা আক্তার।
জেলা পরিষদ সদস্য আনিসুর রহমান জানান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশনায় এসব চাল বিতরণ করা হয়।
তিনি বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সাধ্যমত জনগনের পাশে দাড়ানোর চেষ্টা করছি। ভবিষৎয়েও থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, কে-শিমুলিয়া ইউনিয়নের প্যাণেল চেয়ারম্যান মুজিবুর রহমান, আব্দুল গনি ঢালী, আলি হোসেন ইউপি সদস্য শরিফ হোসেন।