মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তাকে কিভাবে দাফন করতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দেয়া হলো মুন্সিগঞ্জে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে মুুন্সিগঞ্জের কয়েকটি মসজিদের ইমামসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডাঃ মো. আতিকুর রহমান।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণে মৃত মুসলমান ব্যক্তির কাফন, জানাযা ও দাফন সম্পন্ন করার জন্য মুন্সিগঞ্জ জেলা এবং উপজেলার কমিটি গঠন করা হয়।
কমিটিতে জেলা পর্যায়ে ৫ জন করে ১০ সদস্য বিশিষ্ট ২টি কমিটি এবং মুন্সিগঞ্জের ৬ টি উপজেলার জন্য প্রতি উপজেলা থেকে ৫ জন করে সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।