মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
করোনাভাইরাসে সংক্রমিত মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মৃণাল কান্তি দাসের ভাতিজা বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানান।
তিনি জানান, এমপি মহোদয়ের শারিরীক অবস্থা মোটামুটি ভালো। তবে শরীরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকরা তাকে হাসপাতালে বিশ্রামের জন্য ভর্তি হতে পরামর্শ দিয়েছেন। এরপর তাকে গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন দাস জানান, সংসদ সদস্য মুুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। এছাড়া আগামীকাল শুক্রবার মুুন্সিগঞ্জ ও গজারিয়ার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় তার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।