১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১:২৬
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৭১ জন সহ মোট ২১৭৭
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৭১ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২১৭৭ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (২ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৮ জন, টংগিবাড়ী উপজেলার ২ জন, সিরাজদিখান উপজেলার ১৫ জন, লৌহজং উপজেলার ৫ জন, শ্রীনগর উপজেলার ৬ জন ও গজারিয়া উপজেলার ৫ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৯৩১২৪২১২
গজারিয়া২৩১৮০
টংগিবাড়ী১৯৮৬২
লৌহজং২৯১১৪০
সিরাজদিখান৩৩২১৯৯
শ্রীনগর১৯৪৯০
 সর্বমোট- ২১৭৭সর্বমোট- ৫০সর্বমোট- ৭৮৩
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে গতকাল পর্যন্ত (২ জুলাই) ১০৬০০ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০২৬১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২১৭৭, মৃত ৫০, সুস্থ ৭৮৩ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৩৯ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।