১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:৪৮
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ২৪ জন সহ মোট ১৮৮০
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ২৪ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৮৮০ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (২৪ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ৮ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, ও গজারিয়া উপজেলার ৭ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ২৪ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮০২২৩১৮০
গজারিয়া১৮৫৬৫
টংগিবাড়ী১৭৬৩৭
লৌহজং২৫৩৮২
সিরাজদিখান২৯৩১২৯
শ্রীনগর১৭১৬২
 সর্বমোট- ১৮৮০সর্বমোট- ৪৪সর্বমোট- ৫৫৫
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৪ জুন) ৯২৬২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৬৭৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৮৮০, মৃত ৪৪, সুস্থ ৫৫৫ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৮৮ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।