মুন্সিগঞ্জ, ২৪ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ২৪ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৮৮০ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (২৪ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ৮ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, ও গজারিয়া উপজেলার ৭ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ২৪ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৮০২ | ২৩ | ১৮০ |
গজারিয়া | ১৮৫ | – | ৬৫ |
টংগিবাড়ী | ১৭৬ | ৮ | ৩৭ |
লৌহজং | ২৫৩ | ৫ | ৮২ |
সিরাজদিখান | ২৯৩ | ৬ | ১২৯ |
শ্রীনগর | ১৭১ | ২ | ৬২ |
সর্বমোট- ১৮৮০ | সর্বমোট- ৪৪ | সর্বমোট- ৫৫৫ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৪ জুন) ৯২৬২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৬৭৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৮৮০, মৃত ৪৪, সুস্থ ৫৫৫ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৮৮ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।