১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৮
করোনা: মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনা ভাইরাসের কবলে কর্মহীন ৩শ সনাতন ধর্মলম্বী (হিন্দু) দুঃস্থ পরিবারের মাঝে ১সপ্তাহের খাবার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মুন্সিগঞ্জ পৌরসভার কালিবাড়ী এলাকায় স্থানীয় দুঃস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দে’র ব্যানারে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় (চাল, ডাল, তেল, আলু, লবণ ও পিয়াজ) সহ খাদ্যসামগ্রী পৌছে দেয় জেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল বলেন, করোনার কারণে অসচ্ছল মানুষের দিনযাপন কষ্টকর হয়ে উঠেছে। তাই আমি ব্যাক্তি উদ্দ্যোগে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণ করে চলেছি। এর ধারাবাহিকায় ২য়দিনে কালিবাড়িতে খাদ্য বিতরণ করা হলো ।

কর্মসূচিতে আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!