১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
কমেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গতকাল প্রথম রমজানে মুন্সিগঞ্জ শহর বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের দাম এক দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। এসব হলো- খিড়াই, শসা, লেবু। গতকাল বাজারে প্রতি কেজি খিড়াই ৬০ টাকায় বিক্রি হয়েছে। একদিনের ব্যবধানে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া গতকাল ৭০ টাকা কেজি প্রতি শসা বিক্রি হয়েছে যা এর আগে ছিল ৬০ টাকা। প্রতি হালি লেবুর দামও ১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০ টাকা।

তবে, গত কয়েকদিন যাবত বেগুনের দাম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বিকালে বাজার ঘুড়ে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, করলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকা, ধনেপাতা ১২০ টাকা, গাজর ৪০ টাকা, পুদিনা পাতা ১৫০ টাকা, কাচা মরিচ ৮০ টাকা, আলু ২০ টাকা, টমেটো ১৫-২০ টাকা। তাছাড়া মুড়ি মানভেদে প্রতিকেজি ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি রসুন ৬০ টাকা, আদা ৮০ টাকা, পিয়াজ ৩০ টাকা, চিনি ৭২ টাকায় বিক্রি হয়েছে।

error: দুঃখিত!