বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে মুন্সিগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জেলা আওয়মী লীগ কার্যালয়ে বিশেষ দোয়া করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পুরাতন কাচারী এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের উদ্দ্যোগে পৌর সভার সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়।
এর আগে গুণী এই নেতার রোগ মুক্তি কামনা করে রোববার বাদ আসর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুৃল আলমের উদ্দ্যোগে জেলার পুলিশ লাইন্স মসজিদ ও সদর থানা মসজিদে এবং জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলমগীর কবীর ও জেলার স্পেশাল পিপি এ্যাডভোকেট লাবলু মোল্লা ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সেতু ইসলামের উদ্দ্যোগে রোববার বাদ আসর মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ,উত্তর ইসলামপুর জামে মসজিদ ও মাদ্রাসা, বাদ মাগরিব শ্রীপল্লী জামে মসজিদ, মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদ, দক্ষিন কোর্টগাও জামে মসজিদ, মৃধাবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, কালেক্টরেট জামে মসজিদ, দেওভোগ মাদ্রাসার জামে মসজিদে বিশেষ দোয়া কামনা করা হয়।
এ ছাড়াও মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে দেশবাসির প্রিয় মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা চেয়ে কোরআন খতম ও দোয়া কামনা করা হয়।