মুন্সিগঞ্জ, ২ এপ্রিল, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ এর মুন্সিগঞ্জ থেকে শ্রেষ্ট প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন আমার বিক্রমপুরের চীফ রিপোর্টার শিহাব আহমেদ।
গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বলরুমে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এছাড়াও এ বছর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আরও ৭ জন। তারা হলেন, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস এর আরাফাত আরা, ফ্রিল্যান্সার জার্নালিস্ট ওয়াসিমুদ্দিন ভূইয়া, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মো. মহিউদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুযর আনসারউদ্দিন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি শরিফ ইকবাল ও দৈনিক আড়াইহাজার পত্রিকার মাসুম বিল্লাহ।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ এর চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী ও ভার্চুয়ালি অংশ নেন ক্যাফডের রিচার্ড স্লোমান।