মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এ. আর ক্লিনিকের বিরুদ্ধে মানসিক অসুস্থ ব্যক্তিকে দিয়ে ভুল রক্ত পরীক্ষার অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর ৩ সদস্যের ওই কমিটি গঠন হয়। কমিটিকে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তদন্ত কমিটির সদস্যরা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. মহিউদ্দিন ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি বর্ষের শিক্ষার্থী মাশরাফি হাসান পিয়াল গত ১৮ সেপ্টেম্বর এ. আর ক্লিনিকে রক্ত পরীক্ষা করে জানতে পারেন তার রক্তের গ্রুপ বি পজেটিভ। সেই সূত্র ধরে তিনি গত ২৩ সেপ্টেম্বর ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বি পজেটিভ রক্ত দান করতে শহরের নিউ মডার্ণ ক্লিনিকে যান। সেখানে গিয়ে পুনঃপরীক্ষা করে দেখেন তার প্রকৃত রক্তের গ্রুপ ও পজেটিভ। পরে তিনি রক্ত না দিতে পেরে ফিরে আসেন। সমস্যায় পড়েন রক্তগ্রহীতা ব্যক্তি। এতে বিক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী জেলা সিভিল সার্জন কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন।