মুন্সীগঞ্জ সদরের বকুলতলা গ্রামের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ফ্লীম-স্টাইলে অপহরণ কালে দুই অপহরণকারীকে আটক করেছে জনতা। পরে পুলিশের কাছে সোপর্দ করে এলাকবাসী। বুধবার সকাল ৯টার দিকে বকুলতলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুই অপহরণকারী হচ্ছে মো. পাপ্পু ভূইয়া (২১) ও মো. মামুন হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: পাপ্পু ভূইয়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতিফ ভূইয়ার ছেলে ও মো. মামুন হোসেন মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকার মহিদ্দিন চোকদারে ছেলে। এই দুইজনসহ অজ্ঞাত কয়েক জন বন্ধু মাইক্রোবাস যোগে বকুলতলা উচ্চ বিদ্যালয়ের হাফসা আক্তার নামের দশম শ্রেীণীর ছাত্রীকে অপহরন করতে আসে। খবর পেয়ে এলাকবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অপহরণকারীদ্বয়সহ মাইক্রোবাস সদর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, বকুলতলা এলাকায় দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার প্রক্কালে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুই অপহরণকারীকে ভিকটিম সহ আটক করে পুলিশ। তিনি জানান, মাইক্রোবাস সহ আরো ৩-৪জন পালিয়ে যায়। এ ব্যাপারে অপহরন মামলার দায়েরের প্রস্তুতি চলছে।