৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
এমপি মৃণালকে গালিগালাজ করায় মেয়র বিপ্লবকে বহিস্কারের দাবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য সাম্প্রদায়িক ভাষায় গালাগাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিবৃতিতে সংসদ সদস্যের ধর্মীয় পরিচয় উল্লেখে অশ্রাব্য ভাষায় বক্তব্য দেওয়ায় অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি দলের কাছে জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

সোমবার (২ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নপুংশক, চাঁড়াল’সহ নানা সাম্প্রদায়িক উক্তিতে স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে গালাগালের মাধ্যমে ফয়সাল বিপ্লব শুধু সাম্প্রদায়িক মানসিকতার-ই পরিচয় দেয়নি বরং তিনি আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকেও চূড়ান্তভাবে ক্ষুণ্ন করেছেন। এমনকি মুন্সিগঞ্জ পৌরসভার মেয়রের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

অনতিবিলম্বে এ পদ থেকে বহিষ্কারের জন্যও সরকারের প্রতি বিবৃতিতে জোর দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় আগামী সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে।

error: দুঃখিত!