মুন্সিগঞ্জ, ১৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ঘোষণায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও মাঠ পর্যায়ের সকল অফিসের কর্মীরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ন্যায় জেলা নির্বাচন অফিস মুন্সিগঞ্জ ও উপজেলা নির্বাচন অফিস, মুন্সিগঞ্জ সদরের কর্মীরা অফিসের বাইরে এই কর্মসূচি পালন করেন। এতে ১৫-২০জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কর্মবিরতি ঘোষণা না করলেও অফিসের বাইরে মানববন্ধনে থাকায় দুই ঘণ্টা নাগরিকদের এনআইডি সেবা বন্ধ ছিল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মিনহাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
ইসির কর্মকর্তারা জানান, এনআইডি ইসির অধীনে থাকবে, এটি যৌক্তিক দাবি। এনআইডি ইসির অধীনে না থাকলে নাগরিক সেবা বাধাগ্রস্ত হবে, ভোটার তালিকা করা বাধাগ্রস্থ হবে, নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে।
তারা আরও বলছেন, এনআইডির জন্ম হয়েছে নির্বাচন কমিশনে, এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়।