২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:১৭
এখন সংগ্রাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার- মুন্সিগঞ্জ বিএনপির সাথে তারেক রহমান 
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘৫ তারিখের আগ পর্যন্ত সংগ্রাম ছিলো স্বৈরাচারের পতন পর্যন্ত। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার।’-এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে।

কর্মসূচিতে তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও একইসাথে এদেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবে একমাত্র বিএনপি নেতাকর্মীরা।’

অতীত ঘাটলে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও নারীদের অধিকার বলতে যা বুঝায় তা বিএনপি নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি আরও বলেন, ‘সামনে পরীক্ষা শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ। গণতন্ত্রের পক্ষের যুদ্ধ। এটি স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

মুন্সিগঞ্জ প্রান্তের অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদা বেগম ছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ কর্মশালাটি সঞ্চালনা করেন।

error: দুঃখিত!