মায়ের চরিত্রে অভিনয় করে অনেক অভিনেত্রী শুধু আনন্দই নয়, হল ভর্তি দর্শকদেরকে কাঁদিয়েছেনও। রওশন জামিল, আনোয়ারা, দিলারা জামান, শবনম, রোজি আফসারি, ডলি জহুর, রেহানা জলিসহ এই তালিকায় রয়েছে এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা ববিতা, দিতি, সুচরিতারাও। এখন যারা মা চরিত্রে অভিনয় করছেন তারা ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে কতো টাকা নিচ্ছেন? রুপালি পর্দায় নিজেদেরকে উপস্থাপন করেছেন এমন কয়েকজন অভিনেত্রীদের পারিশ্রমিক কতো সেটা জানার চেষ্টা করা হয়েছে।
ববিতা নায়িকা হয়ে অভিনয় করছেন অসংখ্য চলচ্চিত্রে। তেমনই তাঁকে চরিত্রাভিনেত্রী হিসেবেও দেখা গেছে অসংখ্য চলচ্চিত্রে। তিনি ছবি প্রতি বরাবরই আড়াই থেকে তিন লক্ষ টাকা নেন।
পুরনো যেসব নায়িকা এখন মায়ের চরিত্রে রুপালী পর্দায় হাজির হচ্ছেন তাদের মধ্যে দিতি অন্যতম। তিনি এখন ছবি প্রতি পারিশ্রমিক নেন দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা।
এখনকার চলচ্চিত্রে মায়ের চরিত্রে সুচরিতাকেও ব্যস্ত দেখা যাচ্ছে। তিনি ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত।
চলচ্চিত্রের মায়েদের মধ্যে আনোয়ারার স্থানটা উপরেই থাকবে। অসংখ্য চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে দর্শক কাঁদিয়েছেন তিনি। এখন তাকে বেশি ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও একেবারে বিদায় জানাননি চলচ্চিত্রকে। মাঝে মাঝে করছেন অভিনয়। এখন তিনি ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন দুই লক্ষ টাকা।
মা হয়ে মাঝে মাঝে যারা হাজির হন রুপালি পর্দায় তাদের মধ্যে ডলি জহুর একজন। তিনি এখন ছবি প্রতি পারিশ্রমিক নেন এক লক্ষ টাকা।
ব্যস্ত মায়েদের মধ্যে রেবেকা অন্যতম। একের পর এক করে যাচ্ছেন বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়। নিজের পারিশ্রমিক হিসেবে ছবি প্রতি এক লক্ষ টাকা করে নিচ্ছেন এই অভিনেত্রী।
রেহানা জলিকেও দেখা যায় এই চরিত্রে। তিনি এখন ছবি প্রতি পারিশ্রমিক নেন এক লক্ষ টাকা।
খল অভিনেত্রী রিনা খান। অসংখ্য চলচ্চিত্রে তাকে দেখা গেছে দজ্জাল মহিলার চরিত্রে। এখন তাকে পর্দায় কম দেখা গেলেও এক সময় চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেত্রী। তিনি ছবি প্রতি পারিশ্রমিক নেন এক লক্ষ টাকা।
রুপালী পর্দায় খালেদা আক্তার কল্পনাকে কম দেখা গেলেও চলচ্চিত্রকে একবারে বিদায় জানাননি তিনি। মাঝে মাঝে করছেন কাজ। পারিশ্রমিক হিসেবে ছবি প্রতি এক লক্ষ টাকা নেন তিনি।