২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:৩৯
ঈদ পারাপার; মাওয়ায় যাত্রীদের খরচ বাড়লো
খবরটি শেয়ার করুন:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি সভাকক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে সি বোট ও বাস ভাড়া ৩০ টাকা বৃদ্ধি পেয়ে সি বোট ১৮০ টাকা ও বাস ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়। পূর্বে সি বোট ভাড়া ১৫০ ও বাস ভাড়া ৭০ টাকা ছিল।

সোমবার (২৯ জুলাই) লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে দক্ষিণ বঙ্গের যাত্রীদের নির্বিঘ্নে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে নিরাপদে পারাপারে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়।

এ সময় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও আগামী তিন দিনের মধ্যে বিকল্প চ্যানেল খুলে দেওয়া হবে বলে সভায় বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র‌্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, ওসি আলমগীর হাসাইন, প্রাণ বন্ধুসহ বিআইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, নৌ-পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ বাস, লঞ্চ, সি বোট মালিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ।

error: দুঃখিত!