১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩১
প্রথমবারের মত মুন্সিগঞ্জে হচ্ছে ‘ইলিশ উৎসব’
খবরটি শেয়ার করুন:
18

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বাঙালীর ইতিহাস-ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ‘ইলিশ’ নিয়ে মুন্সিগঞ্জের পদ্মার পাড়ে ‘নিয়ম মেনে ইলিশ ধরি, সমৃদ্ধির পথে এগিয়ে চলি’ স্লোগানে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইলিশ উৎসব’।

আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়ে মাওয়া ঘাটে সকাল ১১ টায় শুরু হবে এই ‘ইলিশ উৎসব’। প্রজন্ম বিক্রমপুর নামের একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে।

সকালে র‌্যালীর মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘ইলিশ উৎসব’। এ উপলক্ষে দুপুরে ইলিশ মেলার আয়োজন করবে ইলিশ বিক্রেতারা। ইলিশ মেলা পরিদর্শনে দেশের বিভিন্ন জেলা থেকে সুধীজন ও সাধারণ ক্রেতারা আসবেন। মেলা থেকে নিজেদের পছন্দমত ইলিশ কেনা যাবে।

‘ইলিশ উৎসব’-২০২০ উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের গুনাগুন ও এর ঐতিহ্যগত মূল্যমান টিকিয়ে রাখতে অনুষ্ঠানে ইলিশের উপর ‘ভিডিও প্রদর্শনী’ ও আলোচনা পর্ব’ রাখা হয়েছে।

তিনি জানান, ‘জাতীয় সম্পদ ইলিশ নিয়ে জনসাধারণ ও ইলিশের সাথে সংশ্লিষ্ট জেলে-ক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন’