মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ইতিহাস পড়ুয়াদের জন্য রমজান মাহমুদের বই ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’ প্রথম প্রকাশেই সারা ফেলেছে। এবারের বইমেলা চলাকালে প্রকাশিত বইটি বর্তমানে অনলাইনেও পাওয়া যাচ্ছে।
লেখক, শিক্ষক ও ইতিহাস গবেষক রমজান মাহমুদ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকার সন্তান।
বই প্রকাশ সম্বন্ধে তিনি জানান, সুদীর্ঘ ১৫ বছর ধরে বিক্রমপুরের বিভিন্ন স্থানে ইতিহাসের উপর গবেষণা চালিয়ে বইটি রচনা করা হয়েছে। ১৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। তবে বর্তমানে রকমারিতে ২৫% ডিসকাউন্ট দিয়ে বইটি পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়।
রকমারি লিংক: ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’
তিনি জানান, জীবনানন্দ দাশ ও দাশ পরিবার, আড়িয়ল বিল, বিক্রমপুরের ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, বিক্রমপুরের প্রাচীন নদ-নদী-খাল, সিনেমা হল, বিক্রমপুরে ডাকঘর স্থাপনের ইতিহাস, গণিকাবৃত্তি, বিক্রমপুরের নানা স্থাপনা, শিক্ষা, নদ নদী, ব্যক্তিত্বের উপর মোট ১৬টি প্রবন্ধ রয়েছে বইয়ে। রয়েছে লেখার সাথে সংশ্লিষ্ট ২০ পৃষ্ঠার রঙ্গিন ছবি।
প্রকাশনা সংস্থা ঘাসফুল নদী ৮৪, আজিজ সুপার মার্কেট (নিচতলা) থেকে বইটি প্রকাশিত হয়েছে। যা এবারের অমর একুশে বইমেলায় ক্যারিয়ার পাবলিকেশনের স্টলে বিক্রি হয়েছে।