মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৪, আপন সরদার, টংগিবাড়ী (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদারের স্বরণে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেন, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলি, সমাজসেবক মিজানুর রহমান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন বিশ্বাস, প্রয়াত ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার এর ছোট ভাই লিমন হাওলাদার, ইমন হাওলাদার, ইউপি সদস্য আনিসুর রহমান, পাঁচগাও বাজারের ব্যবসায়ী সোহেল মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আওলাদ খন্দকার, সাবেক ইউপি সদস্য জব্বর শেখ, যুবলীগ নেতা আওলাদ হোসেন ডালিম।
এছাড়া পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও এতে অংশ নেয়।