মুন্সিগঞ্জ ১২নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘বাংলাদেশের জন্য একটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যথেষ্ট নয় বুঝতে পেরেই প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিএনপি জামায়াতের লোকেরা বিমানবন্দর করতে দেয়নি। এই জন্য অন্যভাবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বিনিয়োগ করা হয়েছে, অন্যান্য বিমানবন্দরকে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর সম্পর্কে কোনো আশ্বাস দেওয়া যাবে না, আড়িয়লে বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা হাত থেকে বহু দূরে চলে গেছে।’ মুন্সিগঞ্জে এসব কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি এসময় আরও বলেন, আগামীতে বাংলাদেশ হবে উন্নত দেশ, এ উন্নত দেশের ঘোষণা দিয়ে শেখ হাসিনা বসে থাকেননি, একটি নকশা তৈরি করা হয়েছে। আজকে মাথাপিছু ২ হাজার ডলার আয়ের দেশ হয়েছে, আগামীতে মাথাপিছু সাড়ে ১২ হাজার ডলার আয়ের বাংলাদেশ গড়া হবে, সে লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্ধোধন উপলক্ষ্যে সোমবার বিকালে শহরে মুক্তিযুদ্ধ সংসদ সংলগ্ন সড়কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই বাংলাদেশ সিঙ্গাপুরে মতো হতো, বাংলাদেশ কোরিয়ার মতো দেশ হতো। কিন্তু দেশ বিরোধী শক্তি, বিএনপি-জামায়াতের লোকেরা তাকে বাচঁতে দেয়নি। বর্তমানে শেখ হাসিনা সরকারের উদ্যোগে ১০০ ইকোনোমিক জোন তৈরি করা হয়েছে, এতে কর্মসংস্থান হবে কোটি কোটি মানুষের।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্বাস, ড. চ্যান্তাল ভ্যান ডার হর্স্ট।
উল্লেখ্য, ১১ থেকে ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের যমুনা ব্যাংকের অর্থায়নের বিনামূল্য প্লাস্টিক সার্জারি করা হবে।